তিস্তার আগ্রাসী ভাঙনে দিশেহারা রংপুর ও লালমনিরহাটবাসী

তিস্তার আগ্রাসী ভাঙনে দিশেহারা রংপুর ও লালমনিরহাটবাসী

রেজাউল করিম মানিক, রংপুর

রংপুর ও লালমনিরহাটে তীব্র হচ্ছে তিস্তার ভাঙন। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে কয়েক’শ বসতভিটা, ফসলী জমি, স্কুলসহ বহু স্থাপনা।

তবে ঝুঁকিপূর্ণ এলাকায় জিও-ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে শেরপুরের  নালিতাবাড়ীতে ভোগাই নদের ভাঙন অব্যাহত থাকায় হুমকির মুখে পড়েছে তীর রক্ষা বাঁধ।

news24bd.tv

রংপুরের গঙ্গাচড়া,পশ্চিম ইছলী  ও লালমনিরহাটের  গোকুন্ডা, মহিষখোচা, গড্ডিমারীসহ বিভিন্ন স্থানে তিস্তা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে কয়েক’শ বসতভিটা, ফসলী জমি, স্কুলসহ বহু স্থাপনা। ভিটে মাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী হাজারো মানুষ।


আরও পড়ুন: পায়েল ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন রিচা চাড্ডা


news24bd.tv

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব জানান, স্রোতের কারণেই ভাঙ্গনের তীব্রতা বেড়েছে।

তবে ঝুঁকিপূর্ণ এলাকায় জিও-ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।

এদিকে, শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদের ভাঙন অব্যাহত রয়েছে। এরই মধ্যে ভাঙনে প্রায় দেড় কিলোমিটার তীর রক্ষা বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ অবস্থায় দ্রুত স্থায়ী বেরি বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শুধু আশ্বাস নয়, নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিস্টরা এমন প্রত্যাশা ভাঙন কবলিতদের।

news24bd.tv সুরুজ আহমেদ