বরিশালে মাল্টা চাষে ব্যাপক সফলতা

বরিশালে মাল্টা চাষে ব্যাপক সফলতা

রাহাত খান, বরিশাল

বরিশালের শিকারপুরে বারী-১ জাতের মাল্টা চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্যামল ব্যানার্জী নামে এক কৃষক। বিদেশি এই ফল উৎপাদন করে তিনি শুধু নিজে স্বাবলম্বী হননি, কর্মসংস্থানও করেছেন অনেকের। তার এই সফলতা দেখে মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে ।

news24bd.tv

বরিশালের উজিরপুরের শিকারপুর এলাকার শ্যামল ব্যানার্জী।

কৃষি বিভাগের পরামর্শে ৪ বছর আগে ৩০ শতাংশ জমিতে বারী-১ জাতের ৪১টি মাল্টা গাছ লাগান। দ্বিতীয় বছরে তার গাছে ফল ধরলেও চতুর্থ বছরে ৪১টি গাছে অন্তত ৫০ মন মাল্টা উৎপাদিত হয়।

news24bd.tv

শ্যামল ব্যানার্জী জানান, তার বাগানের মাল্টারে চাহিদাও রয়েছে বেশ। এখন পর্যন্ত তিন লাখ টাকার মাল্টা বিক্রি করেছেন সে।

বিদেশী এই ফলের বাগান করে তিনি শুধু নিজে আর্থিক ভাবে লাভবান হননি তার বাগানে কাজ করে স্বাবলম্বীও হয়েছেন অনেকে। বাগানে কাজের সুযোগ দিয়ে করে কর্মসংস্থানের সৃষ্টি করেছে অনেকের।


আরও পড়ুন: লক্ষীপুরের বেশিরভাগ সড়ক ভাঙা, চলাচলে মানুষের ভোগান্তি


শ্যামল ব্যানার্জীর সফলতা দেখে মাল্টা চাষে আগ্রহীও হয়ে উঠছেন এলাকার আরো অনেক মানুষ।

news24bd.tv

বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাওফিকুল আলম বলছেন, এখানকার মাটি ও আবহাওয়া এই ফল চাষের উপয়োগী হওয়ায় ফলনও বেশ ভাল হচ্ছে। আগ্রহীদের সব ধরনের সহযোগিতার কথাও জানান তিনি।

সুস্বাদু এ ফলের আবাদ সম্প্রসারণ করা হলে বিদেশ থেকে মাল্টা আমদানী নির্ভরতা কমে আসবে বলে মনে করেন অনেকে।

news24bd.tv সুরুজ আহমেদ