দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে কুষ্টিয়ার কুঠিবাড়ি

দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে কুষ্টিয়ার কুঠিবাড়ি

জামিল হাসান খান খোকন, কুষ্টিয়া

দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি। তাইতো, দর্শনার্থী ও কবি ভক্তদের বিচরনে আবারো প্রাণ ফিরেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বাড়ির আঙিনায়। তবে করোনা সতর্কতায় স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশ করতে হচ্ছে কুঠিবাড়িতে।

news24bd.tv

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামে কলকাতার ঐতিহাসিক জোড়াসাকোর ঠাকুর পরিবারের কুঠিবাড়ি।

বাংলাদেশে জমিদারি দেখভালের দায়িত্ব নিয়ে ১৮ শতকের শেষের দিকে রবিন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম শিলাইদহে আসেন।

১৯৫৮ সালে কুঠিবাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করে। পরে, স্বাধীনতার পর কুঠিবাড়িকে রবীন্দ্র স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলে সরকার।

news24bd.tv

কবির জন্ম ও মৃত্যুবার্ষিকীকে ঘিরে নানা আয়োজন করা হয় কুঠিবাড়িতে।

। এছাড়া অন্যান্য সময়ও দেশ- বিদেশের ভক্ত-অনুরাগীদের পদচারনায় মুখরিত থাকে কুঠিবাড়ির আঙ্গিনা।


আরও পড়ুন: বরিশালে মাল্টা চাষে ব্যাপক সফলতা


করোনার প্রভাবে দীর্ঘ ৬ মাসের নিরবতা ভেঙ্গে আবারো সরব হচ্ছে কুঠিবাড়ি। গেল বুধবার থেকে খুলেছে কুঠিবাড়ির প্রবেশদ্বার। ঘরবন্দি সময়কে বিদায় জানিয়ে ধীরে ধীরে আসতে শুরু করেছেন দর্শনার্থীরাও।

তবে, করোনা সংক্রমন রোধে প্রবেশ মুখে নিশ্চিত করা হচ্ছে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি।
প্রায় ১১ একর জায়গাজুড়ে সবুজ বৃক্ষে ঘেরা এই ভবনটির দোতলায় কুঠিবাড়ি। ভবনের উপরে পিরামিড আকৃতির ছাদ। নিচতলায় হলরুম ও গ্রন্থগার।

news24bd.tv সুরুজ আহমেদ