জাতিসংঘকে দুর্বল করা যাবে না : প্রধানমন্ত্রী

জাতিসংঘকে দুর্বল করা যাবে না : প্রধানমন্ত্রী

বাবু কামরুজ্জামান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার মহামারি চলাকালে ভূরাজনৈতিক বিরোধে জাতিসংঘকে দুর্বল করা যাবে না। এজন্য বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জাতিসংঘের সাথে কাজ করতে বিশ্ব নেতাদের আহ্বানও জানান তিনি।  

জাতিসংঘের ৭৫তম অধিবেশনের উদ্বোধনী পর্বে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল অধিবেশন হচ্ছে এবার।

করোনা মহামারির কারণে প্রথমবারের মতো ভার্চুয়াল অধিবেশনের আয়োজন করেছে জাতিসংঘ। এতে উদ্বোধনী পর্বে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: টিকেট ও ফ্লাইটের দাবিতে প্রবাসীদের বিক্ষোভ

এসময় তিনি বলেন, ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জাতিসংঘকে দূর্বল করতে দেওয়া যাবে না। সার্বিক মানব কল্যাণের জন্য ভবিষ্যত প্রজন্মের জন্য জাতিসংঘকে সত্যিকারের কার্যকর একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে গড়তে হবে।

করোনা মহামারির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নত ও উন্নয়নশীল উভয় দেশেরই জাতিসংঘকে আগের চেয়ে বেশি প্রয়োজন।  

বক্তব্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন শেখ হাসিনা।
বাংলাদেশের উন্নয়নে সহায়তার জন্য জাতিসংঘকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর