স্বাস্থ্যের ৪৩ কর্মকর্তার সম্পদের হিসাব চায় দুদক

স্বাস্থ্যের ৪৩ কর্মকর্তার সম্পদের হিসাব চায় দুদক

আলী তালুকদার

স্বাস্থ্য অধিদপ্তরের অভিযুক্ত ৪৩ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুদক। দুদক সচিব জনিয়েছেন, দুদকের গোয়েন্দা ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে। দুর্নীতিবাজদের রুখতে দুদক ও আইনশৃঙ্খলা বাহিনী সহঅবস্থানে থেকে কাজ করবে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক।

কেরানি আফজাল দম্পতির শত কোটি টাকার অবৈধ সম্পদ।

সাধারণ গাড়ি চালক আব্দুল মালেকের কয়েকটি বহুতল ভবনসহ অঢেল সম্পদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আর বিদেশে অর্থ পাচারের এমন অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তর ২১ কর্মকর্তা-কর্মচারী এবং পরিবারের সদস্যসহ মোট ৪৩ জনের বিরুদ্ধে। যাদের অভিযোগ তদন্ত করছে দুদক। তালিকায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক থেকে শুরু করে হিসাবরক্ষক, স্টোর ম্যানেজার, অফিস সহকারীর নামও রয়েছে।

গেল বছর থেকে আলোচনায় আসা স্বাস্থ্যখাতের মাফিয়াদের নিয়ে অনুসন্ধান চালাচ্ছে দুদক। মামলা হয়েছে ১২ জনের বিরুদ্ধে।

সম্প্রতি গ্রেপ্তারের পর সময়ে আলোচনায় আসে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আবদুল মালেক। দুদকের গোযেন্দা ইউনিটকে আরও শক্তিশালী করার কাজ চলছে বলেও জানান সচিব।

মঙ্গলবার দুপুরের দুদক কার্যালয়ে আসেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার। দুর্নীতিবাজদের রুখতে ব্যবস্থা নেওয়া হচেছ বলেও জানান তিনি।

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর