ভিপি নুরের বিরুদ্ধে আরো মামলা, বিভিন্ন স্থানে বিক্ষোভ

ভিপি নুরের বিরুদ্ধে আরো মামলা, বিভিন্ন স্থানে বিক্ষোভ

সৈয়দ রায়হান

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় অপহরণ, ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা হয়েছে। এদিকে মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তারা দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নুরের বিরুদ্ধে করা মামলায় পুলিশ নিয়মানুযায়ী ব্যবস্থা নেবে।

 

লালবাগ থানায় ধর্ষণ মামলা হওয়ায় এর প্রতিবাদ জানাতে সোমবার সন্ধ্যায় রাজু ভাষ্কর্যের সামনে জড়ো হয় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

সমাবেশের এক পর্যায়ে নুরসহ গ্রেপ্তার হন ছয়জন নেতাকর্মী। রাতেই মুচলেকা দিয়ে ছাড়া পান তারা।

পুলিশি হয়রানির অভিযোগ এনে এর প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে ছাত্র ও যুব অধিকার পরিষদ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে দোয়েল চত্তর হয়ে শাহবাগের দিকে অগ্রসর হলে আসে পুলিশের বাধা। পরে, পুলিশের অনুমতি নিয়েই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানেও মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ।

তবে ঢাকা মহানগর পুলিশ বলছে, নুরের বিরুদ্ধে উঠা অভিযোগ গুরুতর। হালকাভাবে নেওয়া সুযোগ নেই।

মামলা হওয়ায় পুলিশ নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীও।

নুরসহ আগের মামলার ছয় আসামির বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে কোতোয়ালি থানায়। ১৩ অক্টোবর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আর মামলা হামলার প্রতিবাদে আগামী শুক্রবার আবারও সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ।

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর