প্রবাসিদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান কাতার জাতীয় পার্টির

প্রবাসিদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান কাতার জাতীয় পার্টির

নিজস্ব প্রতিবেদক

কাতার থেকে দেশে ছুটিতে গিয়ে আটকে পরা প্রবাসীদের দ্রুত কর্মক্ষেত্রে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারকে উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছে কাতার জাতীয় পার্টির নেতৃবৃন্দরা।  

কাতারে বাংলাদেশ দুতাবাসে নবনিযুক্ত রাষ্ট্রদূত জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসে তারা রাষ্ট্রদূতের মাধ্যমে সরকারের কাছে এই দাবী জানান। এসময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন দুতালয় প্রধান মাহবুবুর রহমান।


আরও পড়ুন: গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটি: ভারতীয়'র গুলিতে বাংলাদেশি নিহত


কাতার জাতীয় পার্টির সভাপতি হাজী বাসার সরকার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহিনের নেতৃত্বে সেসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি যথাক্রমে আলাল খান, মুকবুল হোসেন ও মিসবাহ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম।

news24bd.tv সুরুজ আহমেদ