মহিলা লীগ নেত্রীকে নিয়ে স্ট্যাটাস, ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

মহিলা লীগ নেত্রীকে নিয়ে স্ট্যাটাস, ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

ফেসবুকে মানহানিকর মন্তব্য করার অভিযোগ তুলে চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আফরোজা পারভীন।

মঙ্গলবার রাতে আফরোজা পারভীন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, পৌর এলাকার শান্তিপাড়ার মানিক খান, বাহাদুরপাড়ার এলাকার রাকিবুল ইসলাম নিপ্পন ও আরামপাড়ার ফয়সাল খানের নাম উল্লেখ করা হয়েছে। বাকিদের অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।


আরও পড়ুন: প্রাথমিক জিজ্ঞাসাবাদে ড্রাইভার মালেক কি জানিয়েছেন জানালেন র‌্যাব


মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, জেলা যুব মহিলা লীগ নেত্রী আফরোজা পারভীনকে নিয়ে ১৮ সেপ্টেম্বর মানিক খান তাঁর ফেসবুক অ্যাকাউন্টে মানহানিকর পোস্ট দেন। পরের দিন জাহাঙ্গীর হোসেন একই ধরনের পোস্ট দেন। এসব পোস্টে রাকিবুল ইসলাম ও ফয়সাল খানসহ আরও ১০-১৫ জন আপত্তিকর মন্তব্য করেন। আফরোজা পারভীনের দাবি, সামাজিকভাবে মর্যাদা ক্ষুন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট তথ্য তাঁর বিরুদ্ধে ফেসবুকে প্রচার করা হয়েছে।

এ দিকে মামলাটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে সদর থানা-পুলিশ।   সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে।

news24bd.tv সুরুজ আহমেদ