সাহেদের বিরুদ্ধে মামলা, স্বাস্থ্যের সাবেক ডিজি আসামি নয়

সাহেদের বিরুদ্ধে মামলা, স্বাস্থ্যের সাবেক ডিজি আসামি নয়

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে প্রতারণার ঘটনায় রিজেন্ট হাসপাতালের কর্ণধার মোহাম্মদ সাহেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার সাবেক পরিচালক আমিনুল ইসলামসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

আরও পড়ুন:


দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী


৩ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা করার পর বুধবার সাংবাদিকদের ব্রিফ করেন সংস্থাটির সচিব দিলওয়ার বখত। তবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে আসামি করা হয়নি।  

এ ব্যাপারে দুদক সচিব বলেন, আবুল কালাম আজাদকে দায়মুক্তি দেয়া হয়নি।

তার বিরুদ্ধে আদালতে দেয়ার মতো প্রমান পাওয়া যায় নি। যদি পরবর্তীতে পাওয়া যায় সেটি দেখা হবে। তিনি জানান, রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তিটি অবৈধ ভাবে করা হয়েছে।

news24bd.tv কামরুল