দুর্গাপূজার মাস খানেক বাকি, নেই উৎসবের আমেজ

শ্রীকান্ত গোপ ও জামান আখতার

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজার আর মাস খানেক বাকি। কিন্তু অন্য বছরের মতো এবার তেমন তোড়জোর নেই। পূজার প্রস্তুতির চিত্র খানিকটা উল্টো। করোনা সংকটে দেশের সব জায়গায় নানা বিধিনিষেধের মধ্যে আয়োজন হবে দুর্গাপূজা।

তাই মূর্তি তৈরির অর্ডারও কমে গেছে। বিভিন্ন জেলায় প্রতিমা তৈরি শুরু হলেও তাতে উৎসবের আমেজ খুব একটা নেই।

গেল বছর হবিগঞ্জে প্রায় সাড়ে ৬শ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন হয়। এই জেলায় পূজার প্রায় দুই মাস আগে থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু হয়।

এছাড়া মণ্ডপ বানানোর কাজও শুরু হয়ে যায় মাস খানেক আগে। কিন্তু সেই চিত্র এবার নেই।

জেলার লাখাই উপজেলার প্রতিমা কারিগররা এবার অলস সময় পার করছেন। অথচ বিভিন্ন উপজেলায় এই কুমোরপাড়া থেকে সবচেয়ে বেশি প্রতিমা পাঠানো হয়।

পূজার আয়োজন হলেও তাতে উৎসবের আমেজ থাকবে না, এ নিয়ে হবিগঞ্জের পূজা আয়োজকরাও রয়েছে দ্বিধায়।

আরও পড়ুন: ‘মিটিং শেষে আমাকে ঘরে নিয়ে যান, পোশাক খুলতে শুরু করেন’

দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় প্রতিমা তৈরির কাজে আশাপাশের বিভিন্ন স্থান থেকে জড়ো হয়েছেন কারিগররা। তবে এখানেও ধীর গতিতে এগোচ্ছে কাজ।

সংশ্লিষ্টরা বলছেন, অন্য বছরের তুলনায় ফরমায়েশের সংখ্যা একেবারেই কম। এ বছর ২৬টি বিধিনিষেধ মেনে সারাদেশে পূজা আয়োজনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি।

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর