চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ নির্মাণের কাজ এগিয়ে চলছে

চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ নির্মাণের কাজ এগিয়ে চলছে

আব্দুর রশিদ শাহ, নীলফামারী

বাংলাদেশ-ভারত ট্রেন চলাচলের জন্য চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ নির্মাণের কাজ এগিয়ে চলছে পুরোদমে। প্রায় ৮০কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে পৌনে ৭ কিলোমিটার রেলপথের ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে।  

নীলফামারীর চিলাহাটিতে রেল লাইন বসানোর পাশাপাশি অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজও এগিয়ে চলছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ রেলপথ চালু হলে ভারত, ভুটান আর নেপালের রেল যোগাযোগ আরো সহজতর হবে।

এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

আরও পড়ুন: কাশ্মীর একটি জ্বলন্ত ইস্যু: এরদোয়ান, ভারতের প্রতিক্রিয়া

ভারতের হলদিবাড়ি থেকে বাংলাদেশের নীলফামারীর চিলাহাটি স্টেশন পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার রেলপথ আগে চালু ছিল। ওই রেলপথ দিয়ে ভারতীয় দার্জিলিং মেইল, গোয়ালন্দ এক্সপ্রেস ট্রেনগুলো চলাচল করত। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর ওই রেলপথটি বন্ধ হয়ে যায়।

দীর্ঘ ৫৫ বছর পর আবারো চালু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ। বাংলাদেশ অংশে রেলপথ নিমার্ণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

সম্প্রতি কাজ পরিদর্শনে এসে রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন জানান, ২০২১ সালে  ২৬ মার্চ এ রেলপথে ট্রেন চলাচল উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী।

তবে আর্থ-সামাজিক উন্নয়নে পণ্যবাহী ট্রেনের পাশাপাশি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর দাবি জানিয়েছেন  এলাকাবাসী।

বাংলাদেশ অংশে পৌনে ৭ কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যায় ধরা হয়েছে প্রায় ৮০কোটি ১৭ লাখ টাকা।

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর