জমে উঠেছে যশোরের মাছের পোনার বাজার

জমে উঠেছে যশোরের মাছের পোনার বাজার

রিপন হোসেন

শেষ মুহূর্তে জমে উঠেছে যশোরের মাছের পোনার বাজার। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেশ কিছুদিন অনাবৃষ্টির পর বৃষ্টির দেখা মেলায় মাছের পোনা বেচাকেনা বৃদ্ধি পেয়েছে।

বাংলা আষাঢ় থেকে আশ্বিন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত মূলত মাছের পোনা বেচাকেনার ভরা মৌসুম। এসময়ে বৃষ্টির পানিতে নদী, খাল-বিল, পুকুরে পর্যাপ্ত পানি থাকে।

মাছ চাষিরা পোনা কিনে নিয়ে যান জেলার মৎস্য পল্লী হিসেবে খ্যাত চাঁচড়া থেকে।

কিন্তু চলতি বছরে করোনা সংকট ও বর্ষায় যশোরে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় রেনু ও পোনা উৎপাদনে ব্যাঘাত ঘটে। তবে গেল কয়েক সপ্তাহে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় মাছের পোনা বিক্রি জমে উঠেছে। এতে খুশি এই অঞ্চলের পোনা উৎপাদনকারীরা।

আরও পড়ুন: শেখ রাসেল স্টেডিয়ামে বৈদ্যুতিক খুঁটি!

চাষিরা জানান, চাঁচড়া হ্যাচারিপল্লীর ৮২টি হ্যাচারিতে গত বছর প্রায় আড়াই লাখ কেজি রেণু উৎপন্ন হয়। কিন্তু এ বছর বেচা-কেনা নেমে যায় অর্ধেকে।

news24bd.tv

প্রতিদিন যশোর এবং আশপাশের বিভিন্ন জেলার মাছ চাষীরা চাঁচড়ায় আসছেন পোনা কিনতে।

জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান জানান, করোনা সংকটে ব্যবসা বাঁচাতে চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে । দেশে সবচেয়ে বেশি পোনা উৎপাদন হয় ময়মনসিংহে। তার ঠিক পরের অবস্থানেই রয়েছে যশোর।

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর