দেশজুড়ে আরও ফিটনেস সেন্টার স্থাপনের নির্দেশ

দেশজুড়ে আরও ফিটনেস সেন্টার স্থাপনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

যানবাহনের ফিটনেস পরীক্ষার জন্য দেশজুড়ে আরও ফিটনেস সেন্টার স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আগামী দুই মাসের মধ্যে ফিটনেস সেন্টার স্থাপনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বিআরটিএসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: তৃতীয় দিনের মতো সাক্ষ্য

এর আগে ২০১৮ সালের ৩১ জুলাই সড়ক দুর্ঘটনা রোধে ফিটেনেসবিহীন যান চলাচল বন্ধে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না এবং ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে গণপরিবহণের ফিটনেস নিশ্চয়তা ও নজরদারিতে বিবাদীদের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেস জরিপে যথাযথ পদক্ষেপ নিতে ২০১৮ সালের ২৬ জুলাই একটি রিট আবেদন করেন এক আইনজীবী।

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর