অস্ত্র ও গুলিসহ ৩ মানবপাচারকারী আটক

অস্ত্র ও গুলিসহ ৩ মানবপাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক

ব্রুনাইয়ে মানব পাচারকারীর মূলহোতা শেখ আমিনুর রহমান হিমুসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বনানী ও কাফরুল এলাকা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

হিমুকে আটক করার সময় তার কাছ থেকে দুটি লোডেড ম্যাগজিন ও একটি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়াও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞার আওতায় তিন দেশ

এদিকে, মানবপাচারকারী হিমু দীর্ঘদিন এনএসআইয়ের নজদারিতে ছিল। যার প্রেক্ষিতে বনানী থেকে আটক করা হয়।

ব্রুনাই ৪শ’ লোককে অবৈধভাবে পাঠিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মানবপাচারের হোতা হিমু। তার এই অবৈধ কাজে অনেক নামিদামি লোক সহায়তা করেছে বলে জানিয়েছে গোয়েন্দারা।

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর