শ্রদ্ধায় ভালোবাসায় সিক্ত ফেরদৌসী প্রিয়ভাষিণী

র ফেরদৌসী প্রিয়ভাষিণীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান [ছবি: সংগৃহীত]

শ্রদ্ধায় ভালোবাসায় সিক্ত ফেরদৌসী প্রিয়ভাষিণী

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়েছে। আজ সকাল ১১টা ১০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি এই সম্মান জানানো হয়।  

এর আগে সকাল পৌনে ১১টায় লাশ শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত হয়ে এই মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান।

পরে শহীদ মিনার চত্বরে শ্রদ্ধা জানাতে এসেছিলেন হাজারো মানুষ।

বাদ জোহর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

উল্লেখ্য,  মঙ্গলবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী প্রিয়ভাষিণী মারা যান।  কিডনি, ফুসফুসসহ কয়েকটি জটিল রোগে ভুগছিলেন এই প্রখ্যাত ভাস্কর।

সর্বশেষ তিনি হৃদরোগে আক্রান্ত হন। ২৩ ফেব্রুয়ারি তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি দুবার এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সম্পর্কিত খবর