গেল ২৪ ঘণ্টায় বিশ্বে আবারো বেড়েছে করোনা সংক্রমণ

গেল ২৪ ঘণ্টায় বিশ্বে আবারো বেড়েছে করোনা সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক

গেল ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে আবারও করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে। একদিনে আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৩ হাজারের বেশি। প্রাণহানি ৬ হাজার ২ শতাধিক। এ নিয়ে বিশ্বজুড়ে মোট করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেলো ৩ কোটি ২০ লাখ ৮৩ হাজার।

আর মোট মৃত্যু ৯ লাখ ৮১ হাজার।

ভারতে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ এখনো অব্যাহত রয়েছে। একদিনে ৮৯ হাজার ৬৮৮ জন আক্রান্ত ও ১ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্রে হাজারের অধিক ও ব্রাজিলে ৯০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ব্রাজিলের সাও পাওলো রাজ্যে চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে বলে তথ্য দিয়েছে রাজ্যের গভর্নর।


আরও পড়ুন: গুলশানে রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ


অন্যদিকে ৬০ হাজার স্বেচ্ছাসেবীর দেহে চূড়ান্ত ভ্যাকসিন ট্রায়াল শুরু করেছে ওষুধ নির্মাতা কোম্পানি জনসন এন্ড জনসন। এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৩৬ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ।

news24bd.tv সুরুজ আহমেদ