নরেন্দ্র মোদির বাংলাদেশ নীতির সমালোচনায় রাহুল গান্ধী

নরেন্দ্র মোদির বাংলাদেশ নীতির সমালোচনায় রাহুল গান্ধী

নিজস্ব প্রতিবেদক

এই প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলদেশ নীতির সমালোচনা করলেন জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। বন্ধুবিহীন হয়ে প্রতিবেশি হয়ে বাস করা অত্যন্ত বিপজ্জনক বলেই বুধবার এক টুইটবার্তায় মন্তব্য করেছেন তিনি।

কংগ্রেস সভাপতি জানান, গেল কয়েকদশক ধরে কংগ্রেস যে সম্পর্ক গড়ে তুলেছিল সেসব একের পর এক নষ্ট করেছেন মোদি। মন্তব্যটির সঙ্গে লন্ডনের দি ইকোনোমিস্ট পত্রিকার সর্বশেষ সংখ্যাটি যুক্ত করে দেন তিনি।

যেখানে একটি বিশেষ প্রতিবেদনে বিদেশি পুঁজি বিনিয়োগে ভারতকে চীনের পিছনে ফেলে দেয়া প্রসঙ্গে বিস্তারিত বলা হয়েছে।


আরও পড়ুন: গুলশানে রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ


রাহুল গান্ধীর ওই টুইট প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য আসেনি ভারত সরকারের পক্ষ থেকে। তবে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করাই প্রতিবেদনটির উদ্দেশ্য ছিল বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

news24bd.tv সুরুজ আহমেদ