ভারতের পাঠানোর কথা বলে দুই নারীকে ধর্ষণ; আটক ৩

ভারতের পাঠানোর কথা বলে দুই নারীকে ধর্ষণ; আটক ৩

বকুল মাহবুব, বেনাপোল

ভারতে নারী পাচার ও ধর্ষণের অভিযোগে বেনাপোলের ৩ যুবককে আটক করেছে সিআইডি পুলিশ। আটককৃতরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার রায়পুর গ্রামের আলমগীরের ছেলে রফিকুল ইসলাম (৩৪) ধান্যখোলা গ্রামের শাহিন আলী (২৬) ও ঝিকরগাছা থানার সুনিল ঘোষের ছেলে বিপ্লব ঘোষ (৩১)।

সিআইডি সুত্রে জানা যায়, আসামীরা ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করত। ভাল কাজের প্রলোভন দেখিয়ে একই পোশাক কারখানায় কর্মরত তাদের দুই নারী সহকর্মীকে অবৈধ পথে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ফুসলিয়ে বেনাপোলের পুটখালী গ্রামে নিয়ে আসে।

 

পাচারকারিরা রাতে তাদেরকে পুটখালি গ্রামের একটি মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে পালিয়ে যায়। নির্যাতিতা ওই দুই নারী ঢাকায় ফিরে পুলিশের কাছে তাদের পাচারের চেষ্টা এবং ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করে। তাদের অভিযোগের ভিত্তিতে ওই তিন যুবককে আটক করে গোয়ন্দা পুলিশ।


আরও পড়ুন: নরেন্দ্র মোদির বাংলাদেশ নীতির সমালোচনায় রাহুল গান্ধী


বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, এই বিষয়টি সম্পর্কে আমিও নিশ্চিত নই।

তবে আটককৃতদের বিরুদ্ধে ঢাকার একটি থানায় পাচার এবং ধর্ষণের অভিযোগ রয়েছে। বেনাপোল পোর্ট থানায় এনে খোজ খবর নেয়ার পর গতকাল রাতে একটি মাইক্রোবাসে করে আসামিদেরকে ঢাকায় পথে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

news24bd.tv সুরুজ আহমেদ