ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশি আফাই আলী নির্বাচিত

ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশি আফাই আলী নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

ইতালির ভেনিসের ভেনিস সিটি কর্পোরেশনের এবারের নির্বাচনে মেস্ত্রে মিউনিসিপালিটি বা ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভূত আফাই আলী নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে ইতালির মুল ধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের যাত্রা শুরু হল।  

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে প্রবাসী বাংলাদেশিদের বসবাস ও গোড়াপত্তনের শুরু হলেও ইতালিয়ান পাসপোর্টধারী প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করলেও বিজয় এসেছে এবারই প্রথম। বাংলাদেশের কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুরের ৩৪ বছরের যুবক আফাই আলী, ২৮ জন কাউন্সিলর নির্বাচিত হওয়ার প্যানেলে ভোট প্রাপ্তির দিক থেকে সব দল মিলিয়ে ১০ম স্থানে নিরাপদে অবস্থান করছেন।

আফাই আলি এবারের নির্বাচনে জনপ্রিয় প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন লাভ করে বিজয়ী হয়েছেন।

news24bd.tv সুরুজ আহমেদ


আরও পড়ুন: দেশে অবস্থানরত সৌদি প্রবাসীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান