সিলেট বিমান বন্দরে প্রবাসীদের মালামাল আটকের অভিযোগ

সিলেট বিমান বন্দরে প্রবাসীদের মালামাল আটকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রবাসীদের প্রায় ৬০ টন মালামাল সিলেট ওসমানী বিমান বন্দরে আটকে রাখার অভিযোগে আরব আমিরাতের কার্গো ব্যবসায়ীরা দূতাবাসের দ্বারস্থ হয়েছেন।  

কার্গো ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আটকে থাকা মালামাল দ্রুত খালাসের দাবিতে আবুধাবিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফরের সঙ্গে মতবিনিময় করেছেন ব্যবসায়ীরা।  

মৌখিক অভিযোগের ভিত্তিতে তারা বিমানবন্দরে সৃষ্ট সমস্যা সমাধানে দূতাবাসের সহযোগিতাও কামনা করেন। কার্গো ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল আলমের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন দূতাবাসের উপ-প্রধান মিজানুর রহমান, কাউন্সিলর রিয়াজুল হক, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল।

news24bd.tv সুরুজ আহমেদ


আরও পড়ুন: কাতারে প্রবাসীদের আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগের চিন্তা রাষ্ট্রদূতের