এবার কিউবার উপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প

এবার কিউবার উপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

এবার কিউবার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বর ফ্লোরিডা অঙ্গরাজ্যে যখন প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামতে যাচ্ছেন তখন এই নিষেধাজ্ঞা দিলেন তিনি। ফ্লোরিডা অঙ্গরাজ্যে কিউবা থেকে আসা বিপুলসংখ্যক ভোটারের বসবাস রয়েছে।

গতকাল বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "কমিউনিস্ট নির্যাতনের বিরুদ্ধে আমাদের অব্যাহত লড়াইয়ের অংশ হিসেবে আমি ঘোষণা করছি যে, আমাদের অর্থ মন্ত্রণালয় মার্কিন ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করবে যেন তারা কিউবায় কোনো সরকারি স্থাপনায় অবস্থা না করেন।

"


আরও পড়ুন: রিপাবলিকানদের তদন্তে বাইডেন নির্দোষ প্রমাণিত


প্রেসিডেন্ট ট্রাম্প কিউবার ওপরে এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে কারণে তা হচ্ছে দেশটি থেকে যাতে মার্কিন নাগরিকরা সিগারেট এবং মদ আমদানি করতে না পারে। ট্রাম্প সে কথা স্পষ্ট করেই বলেছেন। তিনি বলেন, “আমি আমাদের ব্যবসায়ীদের প্রতি আহবান জানাবো যে, কিউবা থেকে যেন তারা সিগারেট এবং মদ আমদানি না করেন। ”

ট্রাম্প দাবি করেন, তার এই পদক্ষেপের ফলে কিউবার কমিউনিস্ট সরকারের সঙ্গে অসহযোগিতা করা হবে এবং মার্কিন ডলার সরাসরি কিউবার সাধারণ জনগণের পকেটে যাবে।

news24bd.tv সুরুজ আহমেদ