নারায়ণগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

নারায়ণগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজার এলাকায় একটি ট্রেনের ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ঢাকা থেকে নারায়ণগঞ্জে প্রবেশের সময় ওই ঘটনা ঘটে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইট ও ১ নং রেলগেইটের মাঝামাঝি দিগুবাবুর বাজার ও বোস কেবিনের সামনে এ ঘটনা ঘটে।

এসময় দেখা যায়, ট্রেনের ৩টি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন ঢাকা থেকে রওনা দিয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা যায়।


আরও পড়ুন: বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজও ট্রেন চলছিলো, ২ নং রেলগেইট থেকেই বিকট শব্দ হচ্ছিলো। ধারণ করা হচ্ছে, ২ নং রেলগেইট থেকে লাইনচ্যুত হয় ট্রেনের চাকা।

ট্রেনের তিনটি বগির চাকা লাইনচ্যুত হলে, সামান্য কিছু দূর যাওয়ার পরই তা থেমে যায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে গণমাধ্যমকে কিছু বলতে রাজি হননি।

news24bd.tv নাজিম