স্বাস্থ্যের রাঘব বোয়ালদের বিষয়ে তদন্ত শুরু (ভিডিও)

রিশাদ হাসান

স্বাস্থ্য অধিদপ্তরের সিন্ডিকেটের সঙ্গে জড়িত রাঘব-বোয়ালদের বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। রিমান্ডে ড্রাইভার মালেকের দেয়া তথ্যের ভিত্তিতেই চলছে অনুসন্ধান। যারা দুর্নীতি করে শত শত কোটি টাকার সম্পদ বানিয়েছেন তাদেরকে ধরতে দুদক সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানিয়েছে র‌্যাব।  

আরও পড়ুন:


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ড্রাইভার মালেক কি জানিয়েছেন?


২০১৯ সালে দুর্নীতি দমন কমিশনে স্বাস্থ্য অধিদপ্তরের ৪৫ জন কর্মকর্তার নামে অভিযোগ আসে।

বদলি, টেন্ডারবাজিসহ বিভিন্ন উপায়ে যারা গড়েছেন বিপুল সম্পদ। তাদের ধরতেই দীর্ঘদিন যাবত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে দুদক।

এই সিন্ডিকেটের অন্যতম সদস্য ড্রাইভার মালেক। বাড়তি সুবিধা পেতে ১৫ বছর আগে দ্বিতীয় বিয়ে করেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইব্রেরিতে কর্মরত রাবেয়া খাতুনকে।

অবশ্য তার গ্রেপ্তারের পর এই সম্পর্ক অস্বীকার করে মালেকের পরিবারের সদস্যরা 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে মালেক ফাঁস করেছে স্বাস্থ্য সিন্ডিকিটের মাফিয়াদের নাম। র‌্যাব বলছে প্রভাবশালী-উর্ধ্বতন কর্মকর্তাদের ছত্রছায়ায় গড়ে উঠেছে দুর্নীতির এই মহোৎসব।  

র‌্যাবের মুখপাত্র জানান, দুদকে চাইলে সিন্ডিকেটের বাকি সদস্যদের ধরতে প্রস্তুত রয়েছে তারা।  

এরইমধ্যে মালেকের দুর্নীতির দায় তার ব্যাক্তিগত বলে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর।

আরও পড়ুন:


এবার স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক মালেকের দরজা ভাইরাল

 

news24bd.tv কামরুল