সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে বিরোধী দল গঠন

সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে বিরোধী দল গঠন

নিজস্ব প্রতিবেদক

সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে বিরোধী দল গঠন করেছে দেশটির ভিন্নমতাবলম্বীরা। বুধবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নির্বাসিত সৌদি নাগরিকেরা ‘ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি’ নামে একটি দল গঠনের ঘোষণা দেন।

এর মধ্য দিয়ে এটিই হতে যাচ্ছে বাদশাহ সালমানের নেতৃত্বের বিরুদ্ধে সে দেশে প্রথম কোনও সংগঠিত রাজনৈতিক প্রতিরোধ।

আরও পড়ুন: পকিস্তান হাইকমিশনে খ্রীস্টান অ্যাসোসিয়েশনের স্মারকলিপি

নয়া পার্টির কতৃপক্ষের দাবি, সৌদিতে শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

রাষ্ট্র হিসেবে সৌদি আরবে কোনও ধরনের রাজনৈতিক বিরোধিতার সুযোগ নেই। সম্প্রতি ভিন্নমতাবলম্বীদের ওপর দমনপীড়ন আরও বেড়েছে। এমন প্রেক্ষাপটে বুধবার রাজতন্ত্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিরোধী দল গঠনের ঘোষণা দেওয়া হলো।

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর