যুক্তরাষ্ট্রের লুইভিলে সহিংস বিক্ষোভ

আসমা তুলি

মার্কিন কৃষ্ণাঙ্গ নারী ব্রেওনা টেইলরের হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ না আনায় যুক্তরাষ্ট্রের লুইভিলে বুধবার সহিংস বিক্ষোভ হয়েছে।  এ ঘটনায় ২ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। ঘটেছে আটকের ঘটনাও। তবে ব্রেওনার মৃত্যুতে গ্র্যান্ড জুরির সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছেন ডেমোক্রেট নেতা জো বাইডেন।

গেল মার্চে এক মাদক ব্যবসায়ীকে ধরতে পরিচালিত অভিযানে, কৃষ্ণাঙ্গ নারী ব্রেওনা টেইলরের মৃত্যুর ঘটনায় জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে কেনটাকির গ্র্যান্ড জুরি হত্যার অভিযোগ না আনায় ফের শুরু হয় বিক্ষোভ। শ্লোগানে শ্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে কেনটাকির লুইভিল।

কারণ বুধবার গ্র্যান্ড জুরি অ্যানি ও’কনেল শুধুমাত্র একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে হালকা অপরাধের অভিযোগ আনলেও, বাকি দুই সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি।

আরও পড়ুন: সৌদিতে কক্ষে আটকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণ

সে রাতে শহরটির হাজার হাজার আন্দোলনকারী পূর্বঘোষিত কারফিউয়ের মধ্যেই সহিংস বিক্ষোভ করে বলে অভিযোগ ওঠে।

এতে কয়েক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানা গেছে।

এদিকে, ২৬ বছর বয়সী ব্রেওনার মৃত্যু নিয়ে জুরির সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনকারীদের প্রতি শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সহিংসতা কখনো কোনো সুষ্ঠু সমাধান আনবে না বলেও সতর্ক করেন তিনি।

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর