রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী; আলোচনায় প্রধান ইস্যু পরমাণু কর্মসূচি

রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী; আলোচনায় প্রধান ইস্যু পরমাণু কর্মসূচি

অনলাইন ডেস্ক

রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। এ সফরে তিনি আঞ্চলিক এবং আন্তর্জাতিক ঘটনাবলীর পাশাপাশি দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে আলোচনা করবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনায় ২০১৫ সালের পরমাণু সমঝোতার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানা গেছে।

গতকাল বুধবার বিকেলে মস্কোর ভিনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

সেখানে জারিফ সাংবাদিকদের জানান, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরমাণু সমঝোতার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।


আরও পড়ুন: আজ দেশের যেসব অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড় হতে পারে


গত কয়েক মাস ধরে পরমাণু সমঝোতা নিয়ে মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে রাশিয়া ও চীন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারও ভূঁয়সি প্রশংসা করেন জাওয়াদ জারিফ। গত কয়েকমাসে জারিফ তিনবার মস্কো সফরে গেলেন।

মার্কিন সরকার কথিত স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহার করে ইরানের ওপর জাতিসংঘের সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে বলে ঘোষণা দেয়ার কয়েকদিন পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ সফর করছেন।

news24bd.tv সুরুজ আহমেদ