চট্টগ্রামে সবজির দাম আকাশচুম্বী

চট্টগ্রামে সবজির দাম আকাশচুম্বী

নয়ন বড়ুয়া জয়, চট্টগ্রাম

চট্টগ্রামের বিভিন্ন বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম। চাল, পেঁয়াজের পর সবজির দর বৃদ্ধি পাওয়ায় হতাশ ক্রেতারা। তাদের অভিযোগ প্রশাসনের নজরদারির অভাবেই প্রয়োজনীয় নিত্য পণ্যের দাম বেড়েই চলেছে। বৃষ্টির কারণে বাজারে সবজির সংকটকেই দাম চড়ার কারণ হিসেবে দুষছেন পাইকাররা।

 

news24bd.tv

চট্টগ্রামের বিভিন্ন বাজারে পর্যাপ্ত সবজি থাকার পর আলু, বেগুন, টমেটোসহ বেড়েছে সব ধরণের সবজির দাম। গেল কয়েকদিন আগে যে বেগুন পাইকারি বাজারে কেজি প্রতি ৪০ টাকা বিক্রি হয়েছে বর্তমানে তা বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আবার টমেটো বিক্রি হচ্ছে কেজিতে ১০০ টাকা দরে। ২০ টাকা কেজির আলু বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

news24bd.tv

বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে বেড়েছে সবজির দাম। আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।


আরও পড়ুন: সরকারের উন্নয়নে সুফল পাচ্ছে মানুষ: প্রধানমন্ত্রী


বৃষ্টির কারণে বাজারে সবজির সংকটকেই দর বৃদ্ধির কারণ হিসেবে দুষছেন পাইকাররা। তারা বলছেন, বৃষ্টিতে সবজি নষ্ট হওয়ায় দাম বেড়েছে।

আর চাল, পেঁয়াজের পর সবজির দাম বেড়ে যাওয়ায় ক্ষুদ্ধ সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ প্রশাসনের নজরদারি অভাবেই বেড়েই চলেছে সব ধরণের নিত্যপণ্যের দাম।    

তবে সবজির বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি বাড়ানোর জোর তাগিদ ভোক্তাদের।

news24bd.tv সুরুজ আহমেদ