সমন্বিত কৃষি খামার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন হাসনা হেনা

সমন্বিত কৃষি খামার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন হাসনা হেনা

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনার দাকোপ উপজেলার পানখালী এলাকার হাসনা হেনা। ‘হাসনা হেনা এগ্রো ফার্ম’ নামে সমন্বিত কৃষি খামার গড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ধান ও মাছসহ বিভিন্ন ধরনের সবজি চাষের উদ্যোগ নিয়েছেন তিনি। তার সাফল্য দেখে সমন্বিত কৃষি খামার করতে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই।

news24bd.tv

বাংলাদেশ টেলিভিশনে চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিক অনুষ্ঠান ছায়াবানী করে সাড়া ফেলেছিলেন খুলনার দাকোপ এলাকার তরুণী হাসনা হেনা। তারপর দীর্ঘ প্রায় ১৪ বছর স্বামী-সন্তানসহ কাটিয়েছেন অস্ট্রেলিয়ায়। অস্তিত্বের টানে গ্রামে ফিরে এসে পানখালীতে গড়ে তুলছেন সমন্বিত কৃষি খামার।

news24bd.tv

হাসনা হেনা এগ্রো ফার্ম নামের এই খামারে ধানের পাশাপাশি কোনো ধরনের কীটনাশক ব্যবহার না করে পুরোপুরি প্রাকৃতিক উপায়ে আগাম শীতকালীন শাক-সবজিরও আবাদ করা হচ্ছে।

হাসনা হেনা জানান, মানুষকে বিষমুক্ত সবজি দিতেই এই উদ্যোগ।


আরও পড়ুন: চট্টগ্রামে সবজির দাম আকাশচুম্বী


একই সাথে চলছে হাঁস-মুরগি ও ভেড়া লালন-পালন। এছাড়া  চিংড়ি ও কার্প জাতীয় মাছের চাষও করছেন হাসনা হেনা ।

বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলু জানান, নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নারীদের কর্মসংস্থান তৈরিতে উৎসাহিত করছেন এই নারী উদ্যোক্তা।

হাসনা হেনাকে দেখে অন্য নারী  উদ্যোক্তারাও উদ্বুদ্ধ হবে, মজবুত হবে গ্রামীণ অথর্নীতির ভিত-এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

news24bd.tv সুরুজ আহমেদ