পটুয়াখালীতে অসময়ের তরমুজ চাষে সফলতা

পটুয়াখালীতে অসময়ের তরমুজ চাষে সফলতা

সঞ্জয় কুমার দাস, পটুয়াখালী

পটুয়াখালীতে অসময়ে মাচায় তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন জাহাঙ্গীর হোসেন নামে এক কৃষক। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় অনান্য ফসলের চেয়ে তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। এ অঞ্চলে বারোমাসী তরমুজ চাষ প্রসারের লক্ষ্যে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ।

news24bd.tv

গলাচিপা উপজেলার কৃষক মোঃ জাহাঙ্গীর।

চলতি বছরের জুলাই মাসে মাচায় তরমুজ চাষ শুরু করে তিনি। সঠিক সময়ে সার দেয়া মাচা তৈরি ও তরমুজের গায়ে জাল পরিয়ে টানিয়ে দেওয়াসহ যাবতীয় কার্যক্রম পর্যায়ক্রমে শেষ করেন তিনি।

news24bd.tv

জাহাঙ্গীর জানান, ২৪ শতক জমিতে তরমুজ লাগাতে তার উৎপাদন খরচ হয়েছে মাত্র ২০ হাজার টাকা। অসময়ের এই তরমুজের চাহিদা থাকায় বাজার দরও ভাল।

এরই মধ্যে ২ লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন তিনি।


আরও পড়ুন: সৌদির খেজুর চাষ হচ্ছে বরিশালে


স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় বারোমাসী জাতের তরমুজ উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে ।

উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ্ বলছেন, নতুন এই পদ্ধতি সারাদেশের কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ।  

 আগামীতে এ অঞ্চলে তরমুজের চাষ আরো বাড়বে বলেও মনে করেন কৃষি কর্মকর্তারা।

news24bd.tv সুরুজ আহমেদ