হাতিয়ায় ট্রলার ডুবে ২ কিশোরের মৃত্যু, উদ্ধার ৮

হাতিয়ায় ট্রলার ডুবে ২ কিশোরের মৃত্যু, উদ্ধার ৮

আকবর হোসেন সোহাগ, নোয়াখালী

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্রোতের টানে উল্টে গিয়ে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। তারা পেশায় জেলে বলে জানা গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ৮ জনকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার ঘাটের সন্নিকটে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত জেলেরা হলেন- উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের মো.রহমতের ছেলে মো.ইনসাফ (১৬) ও চরঈশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো.ফারুখের ছেলে রাজিব (১২)।
আরও পড়ুন: ‘নদী শাসনে পরিকল্পিতভাবে কাজ করছে সরকার’

জানা যায়, প্রতিদিনের মতো চরঈশ্বর বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির ট্রলারটি মাছ ধরার জন্য নদীতে যায়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদীতে তীব্র স্রোত ছিলো। এক পর্যায়ে ট্রলারিটি স্রোতের টানে উল্টে যায়। এসময় ট্রলারের ৮ জেলে সাতরিয়ে অন্য ট্রলারে উঠে গেলেও ২ জেলে নিখোঁজ হয়। অনেক খোজাখুজির এক পর্যায়ে নদীতে ভাসমান অবস্থায় দুইজনের মৃতদেহ আজ সকালে উদ্ধার করে অন্য জেলেরা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। বাকিদের জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক