দক্ষিণ কোরিয়ার কাছে ক্ষমা চাইলেন কিম

দক্ষিণ কোরিয়ার কাছে ক্ষমা চাইলেন কিম

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তাকে হত্যার পর পুড়িয়ে ফেলার অভিযোগের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন উত্তর কোরিয়া নেতা কিম জং উন। শুক্রবার তিনি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন।

যা খুবই বিরল ঘটনা বলে উল্লেখ করেছে বিবিসি।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাংবাদিকদের জানান, নিরুদ্দেশ কর্মকর্তার মৃত্যুর বিষয়ে অভিযোগ দায়েরের পর দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী মুন জে ইনের অফিসে উত্তর কোরিয় নেতা কিম জং উন চিঠি পাঠিয়েছেন।

 


আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ভাতিজি ম্যারি ট্রাম্প


যাতে দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের পদক্ষেপ হিসাবে উত্তর কোরিয়ার সেনারা ওই কর্মকর্তার ওপর গুলি চালিয়েছে। এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না বলে আশ্বাস দেন কিম।  

এর আগে গেলো সোমবার মৎস্য বিভাগের ওই কর্মকর্তা উত্তর কোরিয়ার সীমান্তের কাছে টহল নৌকায় থাকা অবস্থায় নিখোঁজ হন। ৪৭ বছর বয়সী দুই সন্তানের জনক ওই কর্মকর্তাকে হত্যার তীব্র নিন্দা জানানোর পর কিম ভুল স্বীকার করলেন।

news24bd.tv নাজিম