কিশোরের সঙ্গে যৌনতা, চাকরি হারিয়ে জেলে নারী পুলিশ

কিশোরের সঙ্গে যৌনতা, চাকরি হারিয়ে জেলে নারী পুলিশ

অনলাইন ডেস্ক

মাত্র ১৬ বছরের কিশোরের সঙ্গে শারীরিক সম্পর্কের জেরে দোষী সাব্যস্ত হয়েছেন প্রাপ্তবয়স্ক নারী। জানা গেছে, ক্যালিফোর্নিয়ার ৪৪ বছর বয়সী শাওনা বিশপ স্যাকরামেন্টো কাউন্টি পুলিশের উপ-প্রধান থাকা অবস্থায় ওই কিশোরের সঙ্গে সম্পর্ক গড়েছেন।

এ ঘটনার জেরে শাওনা বিশপকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পাঁচ বছর পর্যন্ত তিনি পর্যবেক্ষণে থাকবেন।

যৌন অপরাধী হিসেবেও তার নাম তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন:


সঙ্গমের সময় চুমু না খাওয়ার পরামর্শ কানাডার চিকিৎসকদের


এর আগে গত বছরের জুনে কিশোরের বাবা-মা পুলিশের কাছে অভিযোগ করেন। এরপর তদন্ত শুরু হয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।

তদন্তকারীরা জানতে পারেন, ২০১৯ সালের মে মাসে কিশোরের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন বিশপ। বিষয়টি জানতে পেরেই বিশপকে আটক করা হয়। এরপর ২০১৯ সালের আগস্টে তিনি ইস্তফা দেন।

আরও পড়ুন:


‘মিটিং শেষে আমাকে ঘরে নিয়ে যান, পোশাক খুলতে শুরু করেন’


তবে পুলিশ বলছে, দায়িত্ব পালন করা অবস্থায় এ ঘটনা ঘটেনি। তিনি ডিউটি পালনের সময়ের বাইরে নিজের বাসায় ওই কাণ্ড ঘটিয়েছেন। এর সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার কোনো সম্পর্ক নেই। এর দায় সম্পূর্ণ বিশপের।

সূত্র : নিউইয়র্ক পোস্ট

news24bd.tv কামরুল