ভারতে কৃষি বিল পাসের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ অব্যাহত

ভারতে কৃষি বিল পাসের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ অব্যাহত

অনলাইন ডেস্ক

ভারতে কৃষি বিল পাসের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ অব্যাহত রেখেছেন কৃষকরা। বিতর্কিত কৃষি বিলের বিরুদ্ধে পাঞ্জাব , হরিয়ানা, উত্তর প্রদেশসহ বিভিন্ন জায়গায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

সরকারকে হুঁশিয়ার করে কৃষকরা বলেছেন, অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আন্দোলন আরো জোরদার করা হবে। এমন অবস্থায় বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

 

আরও পড়ুন:


ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, ৩ জনের লাশ উদ্ধার


ভোট শুরু হবে ২৮ অক্টোবর, ফলাফল প্রকাশিত হবে ১০ নভেম্বর। কঠোরভাবে কোভিড নিয়ম মেনে রাজ্যেটিতে তিন দফায় ভোট হবে বলে শুক্রবার  জানিয়েছে, কমিশন। ২৪৩ আসনের বিহার বিধানসভায় প্রার্থীদের ভাগ্য নির্ধারণের জন্য তিন দফায় ভোটের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।   

মুখ্য নিবাচন কমিশনার সুনীল অরোর জানান, বিহারে ভোট শুরু হবে ২৮ অক্টোবর, এরপর দ্বিতীয় দফায় ৩ নভেম্বর এবং তৃতীয় ও শেষ দফায় ৭ নভেম্বর হবে ভোট গ্রহণ।

news24bd.tv কামরুল