ভারত সফরে সাকিবের যাওয়া অনিশ্চিত

ভারত সফরে সাকিবের যাওয়া অনিশ্চিত

অনলাইন ডেস্ক

ভারত সফরে সাকিবের যাওয়া অনিশ্চিত। ক্রিকেট পাড়ায় এমন গুঞ্জন গত কয়েকদিন ধরেই। আসলে কি ঘটতে যাচ্ছে ভারত সফরে সাকিবের ভাগ্যে? ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন সব কিছুর অবসান নাকি কালকের মধ্যেই শেষ হবে।  

ভারত সফরে সাকিব যাচ্ছেন কি যাচ্ছেন না।

ক্রিকেট পাড়ায় এমন গুঞ্জন গত কয়েকদিন ধরেই। ক্রিকেটারদের আন্দোলন চলার মাঝেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেসরকারী টেলিফোন কোম্পানি গ্রামীনফোনের সাথে চুক্তিবদ্ধ হন সাকিব আল হাসান। একে তো ক্রিকেটারদের আন্দোলনের ফলে বড় একটা ধাক্কা খায় বিসিবি। সেখানে সাকিবের চুক্তিভঙ্গের অভিযোগে তাই ছেড়ে কথা বলতে নারাজ ক্রিকেট বোর্ডও।
ঠিকই সাকিবের দরজায় বিসিবির আইনি নোটিশ। সব কিছু মিলে তাই আসন্ন  ভারত সফরে বোর্ড আর সাকিবের মাঝে দন্দ মিটে, সাকিব কি ধরবেন ভারত সফরের প্লেন? দেশের ক্রিকেট ভক্তদের মনে এখন শঙ্কা একটাই, সাকিব যাচ্ছেনতো ভারত সফরে?

আরও পড়ুন:


অবশেষে ক্রিকেটারদের ম্যাচ ফি-ভাতা বৃদ্ধি পাচ্ছে


গুঞ্জন আরো জোড়ালো হয় পর পর দুই দিন প্রস্তুতি ম্যাচে সাকিব যখন অনুপস্থিত। না খেলার জোড়ালো কোন ব্যাখ্যাও আসেনি সাকিব বা বিসিবি থেকে। আসলে কি ঘটতে যাচ্ছে ভারত সফরে সাকিবের ভাগ্যে? ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন সব কিছুর অবসান নাকি কালকের মধ্যেই শেষ হবে। যেখানে কালই ভারতে যাওয়ার কথা ক্রিকেটাররাসহ পুরো টিমের।

এদিকে যাওয়ার দিনেই ভারত সফরে জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করা হবে আগামীকাল। আর ভারতে গোলাপি বলে বাংলাদেশ দিবা রাত্রি টেস্ট খেলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে ক্রিকেটার ও কোচদের সাথে কথা বলে।

এই প্রথম ভারতে পূর্ণাঙ্গ কোন সিরিজ খেলেতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু সফরের আগে বাংলাদেশ টিমের এমন অগোছালো অবস্থা খেলার মাঠে কতটা প্রভাব পড়বে তা হয়তো সময় বলে দিবে।

 

news24bd.tv কামরুল