ইউক্রেনে সামরিক বাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ২২

ইউক্রেনে সামরিক বাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ২২

অনলাইন ডেস্ক

ইউক্রেনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছে। জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শুক্রবার রাতে দুর্ঘটনায় পড়া এন্টোনভ-26 বিমানটিতে মোট ২৭ জন যাত্রী ছিলো।

২ জনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ বাকী তিন জনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।  

ইউক্রেনের জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিমানটি খারকিভ বিমানবাহিনী বিশ্ববিদ্যালয় থেকে ক্যাডেটদের একটি প্রশিক্ষণ ফ্লাইটের জন্য নিয়ে আসছিলো।

খারকিভের পূর্বাঞ্চলে অবতরণের কিছু আগে বিমানটি বিধ্বস্ত হয়।  


আরও পড়ুন: অবশেষে ক্রিকেটারদের ম্যাচ ফি-ভাতা বৃদ্ধি পাচ্ছে


বিধ্বস্ত হওয়ার পরেই এতে আগুন ধরে যায়। বিমানটি চুইভ শহরের সামরিক বিমানবন্দর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে থাকা অবস্থায় বিধ্বস্ত হয়। বিমানটির বিধ্বস্তের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

তবে প্রাথমিকভাবে এই দুর্ঘটনার সঙ্গে পূর্ব ইউক্রেণের বিচ্ছিন্নতাবাদীদের সংযোগ থাকতে পারে বলে সন্দেহের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না কর্মকর্তারা। শনিবার ঘটনাস্থলে প্রেসিডেন্ট ভল্ডিমির জেলেনেস্কি এর পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

news24bd.tv নাজিম