পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে নৌকার জয়

পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে নৌকার জয়

নিজস্ব প্রতিবেদক

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।  

পাবনা-৪ আসনের উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, আমরা ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিস ও আটঘরিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে নিশ্চিত হয়েছি যে, নুরুজ্জামান বিশ্বাসের নৌকা প্রতীকে প্রাপ্ত ভোট ২ লাখ ৩৯ হাজার ৯শ’ ২৪।  

আরও পড়ুন:


তিন বছরও কোন রোহিঙ্গা ফেরত নেয়নি মিয়ানমার, ভাষণে প্রধানমন্ত্রী


এরমধ্যে ঈশ্বরদী উপজেলায় ১ লাখ ৩৯ হাজার ২৮৪ ও আটঘরিয়া উপজেলায় ৯০ হাজার ৬৪০।

বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫শ’ ৭৬। এরমধ্যে ঈশ্বরদী উপজেলায় ৪ হাজার ৫১ ও আটঘরিয়া উপজেলায় ১ হাজার ৫২৫, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রেজাউল করিম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৪। এরমধ্যে ঈশ্বরদী উপজেলায় ১ হাজার ৩৪৬ ও আটঘরিয়া উপজেলায় ১ হাজার ৭২৮।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির মৃত্যুতে এই আসনটি শূণ্য হয়।

পরে নির্বাচন কমিশন করোনাকালে কিছুটা বিলম্ব করে গত ২৪ আগষ্ট নির্বাচনের তফসীল ঘোষণা করেন।

 

news24bd.tv কামরুল