বাফুফে নির্বাচন: প্রচারণায় সমন্বয় পরিষদ

বাফুফে নির্বাচন: প্রচারণায় সমন্বয় পরিষদ

মাহফুজুল ইসলাম

জেলার ভোটারদের কাছে প্রচারণাপর্ব শেষ করার পর এবার ক্লাব ডেলিগেটদের সাথে মতবিনিময় করেছে সমন্বয় পরিষদ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা ক্লাব ডেলিগটেদের কাছে বাফুফে নির্বাচনে সমন্বয় পরিষদের পক্ষে ভোট চান। প্যানেল নেতারা বলছেন, নির্বাচনী ইশতেহারে তৃণমূলের ফুটবলের উন্নয়নে থাকবে সুনির্দিষ্ট পরিকল্পনা।

সারাদেশের জেলা ও বিভাগের ভোটারদের দারে দারে গিয়ে প্রচারণা শেষে ঢাকায় ক্লাবদের সাথে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলো আসলাম-মহির সমন্বিত পরিষদ।


আরও পড়ুন: “আগামি মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টাইগাররা”


মতবিনিময় সভায় ঢাকার বিভিন্ন স্তরের ক্লাব কর্তারা উপস্থিত ছিলেন। সমন্বয় পরিষদের নেতারা এসময় তাদের বক্তব্যে বলেন, সারাদেশের সংগঠকরা দেশের ফুটবলের নেতৃত্বে পরিবর্তন প্রত্যাশা করেন।  

সেই সাথে জেলা-বিভাগ এবং ক্লাব ফুটবলের উন্নয়নকে লক্ষ্য করে বাস্তবমূখী নির্বাচনী ইশতেহারের ঘোষণা আসছে বলে প্যানেল নেতারা জানান। আগামী ১ অক্টোবর নির্বাচনী ইশতেহার দেবে সমন্বয় পরিষদ।

৩ অক্টোবর হবে বাফুফে নির্বাচন।

news24bd.tv সুরুজ আহমেদ