প্রথম জয়ের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ

প্রথম জয়ের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ

নিজস্ব প্রতিবেদক

স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পরেও, রিয়াল বেটিসকে ৩-২ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।  

লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ রিয়াল বেটিসের মাঠে শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ফলাফল, ম্যাচের ১৪ মিনিটেই বেনজেমার এসিস্ট থেকে লদলকে এগিয়ে নেন ভালভেরদে।

এরপর অবশ্য খেই হারিয়ে ফেলে গ্যালাকটিকোরা। ৩৫ মিনিটে বেটিসের আলজেরিয়ার ডিফেন্ডার এইসা মান্দির গোল সমতায় ফেরে স্বাগতিকরা। এরমাত্র দুই মিনিট পরেই পর্তুগিজ মিডফিল্ডার উইলিয়াম কারবাইয়োর শট জাল খুজে পেলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল বেটিস।


আরও পড়ুন: বাফুফে নির্বাচন: প্রচারণায় সমন্বয় পরিষদ


দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনটে  অবশ্য প্রতিপক্ষের ভুলে সমতায় ফেরে রিয়াল।

বেনজেমার উদ্দেশে দানি কারভাহালের বাড়ানো পাস ঠেকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমেরসন।

৮১ মিনিটে বেতিসের ডি-বক্সে মার্ক বার্ত্রা ভালভেরদেকে ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। ফলে, রামোসের সফল স্পট কিকে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিযাল মিাদ্রিদ।

news24bd.tv সুরুজ আহমেদ