যুক্তরাষ্ট্রের পানিতে মস্তিষ্ক ধ্বংসকারী অ্যামিবার সন্ধান, ৮ শহরে সতর্কতা

যুক্তরাষ্ট্রের পানিতে মস্তিষ্ক ধ্বংসকারী অ্যামিবার সন্ধান, ৮ শহরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

টেক্সাসের সাপ্লাইয়ের পানিতে এক প্রকার বিরল অ্যামিবার সন্ধান পাওয়ার পর আটটি শহরে সতর্কতা জারি করা হয়েছে। বলা হচ্ছে এককোষী মুক্তজীবী এই প্রাণীটি মানুষের শরীরে প্রবেশ করলে মস্তিষ্কে ব্যাপক ক্ষতির কারণ হতে পারে।

দ্য টেক্সাস কমিশন অন এনভায়রনমেন্টাল কোয়ালিটি থেকে বলা হয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সবাইকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। টেক্সাসের লেক জ্যাকশন, ফ্রিপোর্ট, এনগ্লিটন, ব্রাজোরিয়া, রিচউড, ওস্টার ক্রেক, ক্লুট, রোজেনবার্গ শহরে এ্ররইমধ্যে জারি করা হয়েছে সতর্কতা।

 

নাইজেলরিয়া ফ্লাওয়ারি পানির মাধ্যমে ছড়ায়। যা মস্তিষ্কে ঢুকে স্নায়ু ধ্বংস করে ফেলে। নদী, পুকুর, হ্রদ ও ঝরনার পানি যেখানে উষ্ণ, সেখানে এ ধরনের অ্যামিবা বাস করে। এ ছাড়া  সুইমিংপুলেও এ ধরনের অ্যামিবার দেখা মেলে।

এটি সাধারণত সাঁতারের সময় নাক দিয়ে প্রবেশ করে।


আরও পড়ুন: খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণে ফের জটিলতা


বিজ্ঞানীরা  এটিকে মগজ-খেকো অ্যামিবাও বলে থাকেন। উপসর্গ  হিশেবে  হালকা মাথাব্যথা, ঘাড়ব্যথা, জ্বর ও পেটব্যথা হয়। ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অ্যামিবায় এখন পর্যন্ত ১৪৩ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে  ১শ ৩৯ জনের মৃত্যু হয়েছে।   এর আগে পাকিস্তানেও এই অ্যামিবার সন্ধান পাওয়া যায়।

news24bd.tv সুরুজ আহমেদ