২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণহানি প্রায় সাড়ে ৫ হাজার

২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণহানি প্রায় সাড়ে ৫ হাজার

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে গেল ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে সংক্রমণ আবারও কিছুটা কমেছে। একদিনে আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৪ হাজার। ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে ৫ হাজার ৩শোর বেশি। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো  ৩ কোটি ৩০ লাখ ৬১ হাজার।

আর মোট প্রাণহানি ছাড়ালো ৯ লাখ ৯৮ হাজার।

দৈনিক সর্বোচ্চ সংক্রমণে এখনও শীর্ষে রয়েছে ভারত। একদিনে ৮৯ হাজার মানুষের দেহে করোনা সনাক্ত করা হয়েছে। দেশটিতে ২৪ ঘন্টায় এক হাজার ১শ ২৪ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে ৪৩ হাজার ২ শর বেশি ও ব্রাজিলে ২৫ হাজার ৫ শর বেশি আক্রান্ত হয়েছে।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পানিতে মস্তিষ্ক ধ্বংসকারী অ্যামিবার সন্ধান, ৮ শহরে সতর্কতা


নতুন করে আবারও সংক্রমণ বেড়েছে ফ্রান্স, রাশিয়া, ইরাকে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ব্রিটিশ সরকারের আরোপ করা নতুন বিধিনিষেধের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

news24bd.tv সুরুজ আহমেদ