খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে ডিসি অফিস ঘেরাও

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে ডিসি অফিস ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন করে পুনরায় চালুর দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ঘেরাও কর্মসূচি পালন করেছে সম্মিলিত নাগরিক পরিষদ। রোববার দুপুরে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষায় খুলনার সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা।

আরও পড়ুন:


সৌদি অনুমোদিত ১৮টি এজেন্সির মাধ্যমে ভিসা রিনিউ


সংগঠনের নেতারা বলেন, বিজিএমসি ও মন্ত্রণালয়ের দুর্নীতি, লুটপাটের কারণে পাটকলে লোকসান হয়েছে।

লুটপাটের জন্যই পাটকল ও পাটশিল্প আজ ধ্বংসের পথে। অথচ লোকসানের সেই দায় সাধারণ পাটকল শ্রমিকদের ওপর চাপাচ্ছে সরকার। দুর্নীতিবাজদের অন্যায় শাস্তির ফল ভোগ করছেন শ্রমিকরা। অবিলম্বে তারা পাটকল চালুর দাবি জানান।
একই সাথে কর্মরত সকল শ্রমিকদের পাওনা এককালীন পরিশোধের দাবি জানান।

বক্তৃতা করেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির আহ্বায়ক ও সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য মুনীর চৌধুরী সোহেল, অ্যাডভোকেট আ ফ ম মহসিন, বাবুল হাওলাদার, এইচএম শাহাদাৎ।

news24bd.tv কামরুল