ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত লঞ্চের তলা ফাটল

ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত লঞ্চের তলা ফাটল

বেলাল রিজভী, মাদারীপুর

কাঁঠালবাড়ী- নৌরুটের পদ্মাসেতুর চ্যানেলমুখে একটি লঞ্চের তলা ফেটে বিকল হয়ে গেছে। শ্রেষ্ঠ-২ নামে লঞ্চটি যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী ঘাটের দিকে আসছিল।

রোববার(২৭ সেপ্টেম্বর) রাত সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চের যাত্রীদের উদ্ধার করতে কাঁঠালবাড়ী ঘাট থেকে অন্য আরেকটি লঞ্চ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ভূতের ভয় দেখিয়ে ২ শিশুকে ধর্ষণের চেষ্টা করল কবিরাজ

বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সন্ধ্যার পর শিমুলিয়া থেকে যাত্রী নিয়ে লঞ্চটি কাঁঠালবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। পদ্মা সেতুর চ্যানেলমুখে প্রবেশের সময় ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে যায়। যাত্রীদের উদ্ধার করতে ইতোমধ্যেই অন্য লঞ্চ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মেয়ের ‘ধর্ষক’ বাবাকে গ্রেপ্তারে হন্যে হয়ে খুঁজছে পুলিশ

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর