আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে যুদ্ধে নিহত ২৩

আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে যুদ্ধে নিহত ২৩

নিজস্ব প্রতিবেদক

বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ এলাকা নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত আরো ভয়াবহ হয়ে উঠছে। দুই পক্ষের মধ্যে শুরু হওয়া এ লড়াইয়ে অন্তত ২৩ জন নিহত হয়েছে।

এদিকে আর্মেনিয়ার কাছ থেকে বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলের একটি পাহাড় দখলের দাবি করেছে আজারবাইজান। মধ্য এশিয়ার দুই বৈরী প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে রবিবার যুদ্ধ ছড়িয়ে পড়ে।

বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে এই সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে উভয় দেশ। সংঘাতের কারণে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।


আরও পড়ুন: জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ


প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার লড়াই বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির মুখপাত্র জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে তেহরান।

এদিকে সংঘর্ষের ঘটনায় আর্মেনীয়দের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান।

news24bd.tv সুরুজ আহমেদ