করোনার দ্বিতীয় ধাক্কা ঠেকাতে প্রস্তুত সরকার

করোনার দ্বিতীয় ধাক্কা ঠেকাতে প্রস্তুত সরকার

তালুকদার বিপ্লব

শীতে দেশে করোনার দ্বিতীয় ধাক্কার আশঙ্কায় ভাইরাস প্রতিরোধ ও চিকিৎসা সেবা নিশ্চিতে সব রকমের প্রস্তুতি নিয়েছে সরকার।  দ্বিতীয় দফা সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশে ওয়ার্ডভিত্তিক সচেতনতা কর্মসূচীও নেয়া হয়েছে।  

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস  সংক্রমিত রোগী শনাক্ত হওয়ার পর ২৬ মার্চ থেকে টানা ৬৬ দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। অর্থনীতির চাকা সচল রাখতে গত ৩১ মে থেকে ধীরে ধীরে ছুটি শিথিল করা হয়।

বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা ছাড়া সব কিছুই প্রায় স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে।

news24bd.tv

এমন পরিস্থিতিতে আসছে শীতে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কাকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে সরকার। ভাইরাস প্রতিরোধ ও চিকিৎসার সব প্রস্তুতিও নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

news24bd.tv

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মিডিয়া) ডা. হাবিবুর রহমান বলছেন, দ্বিতীয় ধাপ যদি আসে তাহলে পর্যাপ্ত পরীক্ষা করার সক্ষমতা আছে।

সেই সাথে অধিক পরিমাণ রোগী ভর্তিরও ব্যবস্থা আছে বলেও জানান তিনি।


আরও পড়ুন: বেপরোয়া কিশোর গ্যাং, খুনসহ নানা অপকর্ম সিনেমাকেও হার মানায়


এদিকে দ্বিতীয় দফা করোনা সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানীতে ওয়ার্ডভিত্তিক সচেতনতা কর্মসূচীও নেয়া হয়েছে। ওয়ার্ড কাউন্সিলরা বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এরইমধ্যে অনেকটাই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেই সাথে মানুষকে দ্বিতীয় ধাপের জন্য সচেতন করা হচ্ছে।

মহামারি করোনা ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মুখে মাস্ক পরে চলাচলে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

news24bd.tv সুরুজ আহমেদ