শেষ হলো জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট

শেষ হলো জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট

মাহফুজুল ইসলাম

পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হলো অনলাইনে আয়োজিত জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট। টুর্নামেন্টে সেরার মুকুট উঠেছে ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার সাশান্ত মেগারান্তের হাতে।  

পুরো টুর্নামেন্টে ম্লান ছিলো দেশি দাঁবাড়ুদের পারফর্মেন্স। ফেডারেশন সভাপতি বলছেন উন্নতির প্রথম শর্ত ভালো অবকাঠামো।

সেটি পেলেই হবে ভালো প্রশিক্ষণ। আর ক্রীড়া প্রতিমন্ত্রী দিলেন দাবার জন্য স্থায়ী কাঠামো বরাদ্দের আশ্বাস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দাবা ফেডারেশন অনলাইনে আয়োজন করে এই টুর্নামেন্টের। যেখানে ১৫টি দেশের ১৭ জন গ্র্যান্ডমাস্টারসহ মোট ৭৪ জন দাঁবাড়ু অংশ নেন।

তিনদিন ব্যাপী টুর্নামেন্টে হতাশ করেছেন বাংলাদেশের দাঁবাড়ুরা। সেরা দশে নেই দেশি কোনো দাঁবাড়ুর নাম। সেরা তিন, মালয়েশিয়া, ভারত ও ইরানী দাঁবাড়ুর দখলে। বিদেশিদের সাফল্যের ভীড়ে দেশিদের এমন পারফর্মেন্সকে অবশ্য ভিন্নভাবে দেখতে চান দাবা ফেডারেশনের সভাপতি বেনজির আহমেদ।


আরও পড়ুন: রোনালদোর জোড়া গোলের পরেও ড্র নিয়ে মাঠ ছাড়লো জুভেন্টাস


দাবার জন্য স্থায়ী জায়গা বরাদ্দে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। জানান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।  

আগামী বছরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আরো একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানান দাবা ফেডারেশনের সভাপতি।

news24bd.tv সুরুজ আহমেদ