বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়ালো

বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়ালো

অনলাইন ডেস্ক

বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১০ লাখ ২ হাজার ৩৮৯ জন।

মৃত্যু হারে সবচেয়ে এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা ২ লাখের বেশি।

এরপরেই রয়েছে ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং ব্রিটেনের নাম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) -এর এমার্জেন্সি ডিরেক্টর মাইকেল রায়ান সাংবাদিকদের জানিয়েছেন, ১ মিলিয়ন একটা ভয়াবহ সংখ্যা। ২ মিলিয়নে যাওয়ার আগে সেটি রোধ করা দরকার।


আরও পড়ুন: বিট কয়েনের দরপতন


গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্ব প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে।

এর পর একে একে ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

ইতোমধ্যে চীন এই ভাইরাসের সংক্রমণ দমনে সক্ষম হলেও ইউরোপের অনেকে দেশে দ্বিতীয় ঢেউ শুরু হতে চলেছে।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক