অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা সম্পন্ন

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।  

জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ছাড়াও দেশের শীর্ষস্থানীয় আইনজীবীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষও উপস্থিত ছিলেন।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তার মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হয়। জানাজা শেষে মরদেহ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থনে তাকে দাফন করা হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার বয়স হয়েছিল ৭১ বছর।

জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারি দেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: 

১. সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মরদেহ 

২. অ্যাটর্নি জেনারেলের সম্মানে আজ সুপ্রিম কোর্ট বসছে না

৩. মিন্টো রোডের বাসায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মরদেহ

৪. মাহবুবে আলমের মরদেহ হিমঘরে, জানাজা সকাল ১১টায়

৫.অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম না ফেরার দেশে

৬.মাহবুবে আলমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

news24bd.tv নাজিম