চট্টগ্রামে ২৪ ঘণ্টা বিশুদ্ধ পানি পাচ্ছে না নগরবাসী

চট্টগ্রামে ২৪ ঘণ্টা বিশুদ্ধ পানি পাচ্ছে না নগরবাসী

নয়ন বড়ুয়া জয়, চট্টগ্রাম

চট্টগ্রাম নগর জুড়ে বসানো হচ্ছে ওয়াসার নতুন পাইপ লাইন। চালু করা হচ্ছে একের পর এক ওয়াসার পানি শোধনাগার প্রকল্প। চট্টগ্রাম ওয়াসার উদ্দেশ্য ২০২১ সালের মধ্যে নগরবাসীকে ২৪ ঘন্টা বিশুদ্ধ পানি সরবরাহ করা।   

তবে বিশ্লেষকরা বলছেন, আগামী বছর থেকে নগরবাসীকে ২৪ ঘন্টা পানি দিতে হলে কাজের গতি আরো বাড়াতে হবে।

news24bd.tv

চট্টগ্রামে ওয়াসার পানির হাহাকার কিছুটা কমেছে। শেখ হাসিনার পানি শোধনাগার প্রকল্পসহ আরো কয়েকটি প্রকল্প থেকে পানি সরবরাহের কারণে কিছুটা সুফল পাচ্ছে নগরবাসী।

news24bd.tv

নগরবাসীর অভিযোগ প্রতিমাসে পানির বিল পরিশোধ করার পরও ২৪ ঘন্টা পানি পাচ্ছে না তারা। দিনে ওয়াসার পানি পাওয়া যাচ্ছে মাত্র ৫ থেকে ৬ ঘন্টা।


আরও পড়ুন: জলাবদ্ধতায় এখনও ভাসছে রংপুর নগরী


চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বলছেন, ২৪ ঘন্টা পানি সরবরাহের লক্ষ্যে নতুন পাইপ লাইনের কাজ এগিয়ে চলছে। কাজ শেষ হলে ২৪ ঘণ্টা বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তবে নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলছেন, আগামী বছর থেকে নগরবাসীকে ২৪ ঘন্টা পানি দিতে হলে কাজের গতি আরো বাড়াতে হবে। ধীর গতিতে কাজ চলছে মেয়াদের আগে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব নয়।  

চট্টগ্রাম নগরীর শতভাগ পানির চাহিদা মেটানোর জন্য ৪ হাজার ৪৯২ কোটি টাকার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প ফেইজ ২ এর কাজ চলছে।

news24bd.tv সুরুজ আহমেদ