মাদারীপুরে পদ্মায় ফের ভাঙন শুরু

মাদারীপুরে পদ্মায় ফের ভাঙন শুরু

বেলাল রিজভী, মাদারীপুর

মাদারীপুরে কিছুতেই থামছে না আগ্রাসী পদ্মার ভাঙন। পদ্মায় ফের পানি বৃদ্ধির ফলে চর জানাযা, বন্দর খোলা ও মাতব্বর চর ইউনিয়নে ভাঙন দেখা দিয়েছে। গেল এক সপ্তাহের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে এই তিনটি ইউনিয়নের বসত-বাড়ি, ফসলী জমিসহ বহু স্থাপনা।

হুমকির মুখে রয়েছে কাজির সূরা বাজার।

পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে রোধের চেষ্টা চলছে।

news24bd.tv

মাদারীপুরের শিবচরের পদ্মা তীরবর্ত্তী চরাঞ্চলের ৩ ইউনিয়নে আবারো নদী ভাঙ্গনের তীব্রতা বেড়েছে। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বসত-বাড়ী, ফসলী জমিসহ বহু স্থাপনা। হুমকির মুখে রয়েছে কাজির সূরা বাজার।

news24bd.tv

স্থানীয়রা জানান, এ বছর পদ্মার অব্যাহত ভাঙনে শিবচরের চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ভবনসহ বহু স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে। বর্তমানে আবার ভয়াবহ ভাঙন দেখা দেয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে মানচিত্র থেকে হারিয়ে যাবে শিবচর উপজেলা এমন আশঙ্কায়ও তারা।


আরও পড়ুন: চট্টগ্রামে ২৪ ঘণ্টা বিশুদ্ধ পানি পাচ্ছে না নগরবাসী


পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা বলছেন, ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম চলমান রয়েছে।  

শুধু আশ্বাস নয়, আগ্রাসী পদ্মার ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা এমন প্রত্যাশা ভাঙনকবলিতদের।

news24bd.tv সুরুজ আহমেদ