শর্তে অটল শ্রীলঙ্কা, সফর ‌‘বাতিল’ করল বাংলাদেশ

শর্তে অটল শ্রীলঙ্কা, সফর ‌‘বাতিল’ করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

চলতি মাসে টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিলো টাইগারদের। আগামী ২৪ অক্টোবর শুরু করার কথা ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ তিনটি। কিন্তু শ্রীলঙ্কার দেওয়া শর্ত মেনে শ্রীলঙ্কা সফরে যাওয়া অসম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের দেওয়া শর্তের ওপর অটল শ্রীলঙ্কা।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কা বাংলাদেশের দেওয়া সব প্রস্তাবেই রাজি হচ্ছে। শুধু মানতে চাচ্ছে না একটা শর্ত। যেটা হলো কোয়ারেন্টাইন শিথিলের শর্ত।

শ্রীলঙ্কার নিয়ম অনুযায়ী, যেকোন ব্যক্তিকে শ্রীলঙ্কা সফরে গিয়ে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। হোটেল থেকে বের হওয়া যাবে না। এই পরিস্থিতিতে তাই শ্রীলঙ্কা সফর সম্ভব নয়।

শ্রীলঙ্কা আগামী নভেম্বরে টি-টোয়েন্টি লিগ শুরু করতে চেয়েছিল। ওই আসরও বসছে না। সূচি ফাঁকা থাকায় সিরিজটি তাই পরে হওয়ার সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন: ‘অর্ধেক ডুবে যাওয়া’ লঞ্চটি উদ্ধার, বাঁচল দুই শতাধিক যাত্রী

সেই কথা জানিয়ে বিসিবি সভাপতি পাপন জানিয়েছেন, সিরিজটি আপাতত স্থগিত হলেও পরে মাঠে গড়ানোর সম্ভাবনা আছে। নতুন সূচি ঠিক করার জন্য বিসিবি এরই মধ্যে লঙ্কান ক্রিকেট বোর্ডকে চিঠিও দিয়েছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর